Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন

 

বাংলাদেশের সর্ব দক্ষিনে অবস্থিত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শুরুতে সবুজ শ্যামল ছায়া ঘেরা পাহাড় আর নদী ধারে গড়ে উঠা ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদ  ।কাল পরিক্রমায় আজ ১ নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 

ক) নাম – ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১২৭.৮১ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৬০,৪৭৮ জন (প্রায়)  (পুরুষ- ৩৪,৪৪৫ জন; নারী- ২৬,০৩৩ জন)

ঘ) ভোটার সংখ্যা- পুরষ- ১৩৮২৩ জন, মহিলা- ১৩৫৯২ জন, মোট- ২৭৪১৫ জন।

ঙ) গ্রামের সংখ্যা – ২৭ টি।

চ) মৌজার সংখ্যা – ৩ টি।

ছ) হাট/বাজার সংখ্যা - ৩ টি।

জ) টি- স্টল- ৭৮ টি।

ঝ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস, মাইক্রোবাস, সিএনজি।

ঞ) শিক্ষার হার – ২০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৬ টি,

    কিন্ডার গার্ডেনঃ ০২ টি,    

    উচ্চ বিদ্যালয়ঃ ০৩ টি,

    নিম্নমাধ্যমিক বিদ্যালয়ঃ ০১ টি,

    দাখিল মাদ্রাসাঃ ০৩ টি.    

    এবতেদায়ী মাদ্রাসাঃ ০১টি

    কওমী মাদ্রাসাঃ ০৪ টি,

    হেফজ খানাঃ ১৬ টি,

    নুরানী ও ফুরকানিয়া মাদ্রাসাঃ ৭২টি,

(ট) জামে মসজিদঃ ৭৬ টি।

(ঠ) মন্দির- ০১ টি।

(ড) বৌদ্ধ বিহার- ০৫ টি।

(ঢ) ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সঃ ০১টি।

(ণ) কমিউনিটি ক্লিনিকঃ ০৪টি।

(ত) পুলিশ ফাঁড়িঃ ০১টি।

(থ) বি. জি. বি. ক্যাম্পঃ ০৪টি।

(দ) রেঞ্জকর্মকর্তার কার্য্যালয়ঃ ০১টি।

(ধ) বনবিটঃ ০৩টি।

(ন) কর্মরত এন. জি. ওঃ ১১ টি।

(প) ডাকঘরঃ ০২ টি।

(ফ) নিকাহ ও তালাক রেজিষ্টারের কার্য্যালয়ঃ ০১ টি।

(ব) সাইক্লোন সেন্টার- ০৭ টি।

(ভ) ইউনিয়ন ডিজিটাল সেন্টার- ০১ টি।

(ম) আশ্রয় কেন্দ্র- ০১ টি (আমতলী, হোয়াইক্যং)

(য) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী

(র) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

(ল) ঐতিহাসিক/পর্যটন স্থান – কুদুং গুহা, তৈংগ্যার পাহাড় ও নাফ নদী।

(ব) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।

(শ) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ২৫/০৫/২০১৬ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ২৬/০৫/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৪/০৫/২০২১ইং

(ষ) গ্রাম সমূহের নাম –

             কেরুনতলী,         কাটাখালী,             উলুবিনয়া,                ঘিলাতলী,          মনিরঘোনা,

             বালুখালী,            হোয়াইক্যং,             আমতলী,                 দৈংগ্যাকাটা,       লাতুরীখোলা,     

             হরিখোলা,           লম্বাঘোনা,               লম্বাবিল,                  উনচিপ্রাং,          রৈক্ষ্যং,

             কুতুবদিয়া পাড়া,  কানজর পাড়া,        নয়াপাড়া,                 ঝিমংখালী,        পূর্ব সাতঘরিয়া পাড়া,    

             পশ্চিম সাতঘরিয়া পাড়া,                   নাছর পাড়া,               খারাংখালী,       পূর্ব মহেশখালীয়া পাড়া           

             পশ্চিম মহেশখালীয়া পাড়া                  কম্বনিয়া পাড়া,           রোজারঘোনা।

(স) ইউনিয়ন পরিষদ জনবল –

              ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩ জন।

              ২) ইউনিয়ন পরিষদ সচিব– ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯ জন।

              ৪) ইউনিয়ন দফাদার– ১ জন।

              ৫) ইউ. ডি. সি. উদ্যোক্তা- ০২ জন।

              ৬) গ্রাম আদালত সহকারী- ০১ জন।